কুষ্টিয়ার মিরপুরে ১৭টি ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৬/০৩/২০১৮ , ১২:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,জেলা সংবাদ

মিরপুরে ১৭টি ইয়াবা, মোটর সাইকেল ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতের নাম মিঠুন মল্লিক (২৮)। সে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আজিজুল মল্লিকের ছেলে।
জানা যায়, রবিবার বিকালে থানার সেকেন্ড অফিসার এস আই লিটন কুমার বিশ্বাস, এএসআই রইচ গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাস্থ আবুল খায়ের টোবাকোর সামনে থেকে মিঠুনকে আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেই তার পকেট থেকে ১৭টি ইয়াবা বের করে দেয়। এছাড়াও তার স্বীকারোক্তি মোতাবেক ইয়াবা বিক্রির নগদ ২২ হাজার ২ শত টাকা ও তার হেফাজত হতে একটি বাজাজ ডিসকভারী ১৩৫ সিসি মোটর সাইকেল জব্দ করে।
এ ব্যাপারে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ৮।
মিরপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।