এক মিনিটের জন্য অন্ধকার হয়ে গেল পুরো দেশ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৫/০৩/২০১৮ , ৯:১০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রধান সংবাদ

একাত্তরে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা স্মরণে এক মিনিটের জন্য অন্ধকার হয়ে গেল পুরো দেশ। ২৫ মার্চকে এবারই প্রথম গণহত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সেই গণহত্যা দিবসের কর্মসূচি হিসেবে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়।
এর আগে গত ১১ মার্চ এক সভা শেষে ব্ল্যাকআউট কর্মসূচি পালনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘মহান মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় নির্যাতন স্মরণে এই এক মিনিট সারাদেশ অন্ধকার রাখার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’