ডিএমপি’র মাদক বিরোধী অভিযানঃ মাদকসহ গ্রেফতার ৬১
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৪/০৩/২০১৮ , ৭:০০ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ

রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসা ও সেবনের অপরাধে ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭২৭ গ্রাম ৪৮০ পুরিয়া হেরোইন, ২১৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ১৪০ গ্রাম ২১ পুরিয়া গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল, ১২০ বোতল দেশী মদ ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
২৩ মার্চ, ২০১৮ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।