সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের বৃদ্ধা নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১০/১০/২০১৭ , ২:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: ঢাকা বিভাগ,বিভাগীয় সংবাদ


ভোরের খবর ডেস্ক- ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় সোমবার রাত ৮টায় বাস চাপায় মরিয়ম বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মৃত মরিয়ম বেগম একই উপজেলার কুসুমদিয়া গ্রামের মোকসেদ মোল্যার স্ত্রী।
কাশিয়ানী থানার ওসি একেএম আলীনুল হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় একটি বাস মরিয়ম বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধা মারা যান। পরে স্থানীয়রা মহাসড়কে অবরোধ করে রাখে। ফলে সড়কের উভয় পাশে বেশকিছু সংখ্যক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।