যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/১০/২০১৭ , ৩:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রধান সংবাদ,বিভাগীয় সংবাদ

ভোরের খবর ডেস্ক- জঙ্গি আস্তানা সন্দেহে যশোরের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার দিবাগত রাত দুইটা থেকে যশোর শহরের ঘোপ নোয়াপাড়া সড়কের ওই বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
যশোরের সহকারী পুলিশ সুপার নাইমুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের ঘোপ নোয়াপাড়া রোডে অবস্থিত হায়দার আলীর বাড়িতে হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় নিহত জঙ্গি মারজানের বোন খাদিজা অবস্থান করছে। এ খবর পাওয়ার পর আজ ভোর থেকে ওই বাড়িটি ঘিরে রাখে র্যাব ও পুলিশ। তবে ভিতর থেকে এখনো কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। ইতিমধ্যে ঢাকা থেকে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত টিমের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছেছে। খাদিজা ছাড়াও অন্য অন্য কোন জঙ্গি ওই বাড়িতে আছে কিনা তা নিশ্চিত হওয়ার পরই সেখানে অভিযান চালানো হবে।
বাড়ির মালিক হায়দার আলী জানান, মশিউর রহমান নামের এক হারবাল ব্যবসায়ী তার স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে এক বছর ধরে তার বাড়িতে ভাড়া রয়েছেন।