প্রধান বিচারপতির স্বাস্থ্য পরীক্ষা করলেন আইসিডিডিআরবিতে
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৮/১০/২০১৭ , ৯:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: আইন ও বিচার,জাতীয়,প্রধান সংবাদ

ভোরের খবর ডেস্ক- শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মহাখালীতে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র (আইসিডিআর,বি) হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। রোববার সকাল ৭টার দিকে তিনি সেখানে যান।
হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, আইসিডিডিআরবির ডায়াগনস্টিক ইউনিটে প্রধান বিচারপতি কয়েকটি পরীক্ষা করিয়ে চলে যান। তবে কী ধরনের পরীক্ষা করেছেন তা জানায়নি ওই সূত্র।
এদিকে প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ার ভিসা হাতে পেয়ে গেছেন। তিনি ও তার স্ত্রী সুষমা সিনহা শিগগিরই অস্ট্রেলিয়া যাচ্ছেন। সেখানে তার বড় মেয়ে সূচনা সিনহা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। প্রথমে তিনি সেখানেই উঠবেন বলে ধারণা করা হচ্ছে।
গত ৩ অক্টোবর থেকে অসুস্থতার কারণে এক মাসের ছুটিতে আছেন এসকে সিনহা। তার ছুটি নিয়ে আদালত প্রাঙ্গণ ও আইনজীবীদের মধ্যে নান গুঞ্জন রয়েছে। সুপ্রিমকোর্ট বার দাবি করেছে, চাপ প্রয়োগ করে তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল।